আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রস্তুত

আমার ব্যক্তিগত ব্লগ

অফিসে 6 মাসের ট্রেনিং শেষ। আজ ইন্ডিয়ান ট্রেইনারদের শেষ দিন। সবার একটু মন খারাপ, আবার শেষ দিনের হইচই নিয়ে কিছুটা আনন্দিতও। তখন একটা জিনিস চালু ছিল। যে-ই কোন নতুন সুন্দর সাইট দেখত, সেটা আবার সবাইকে বলত, দেখার জন্য।

আমার কলিগ ছিলেন জাহাংগির আলম। সে পিসিতে বসে বাপ্পিকে (আরেক কলিগ) বলল, একটা কি সুন্দর ডিজাইনের সাইটের কথা বলছিলে? ইউ আর এল কি? বাপ্পি সাইটের নাম বলল। আলম আর ইউ আর এল এর অপেক্ষা না করে নিজেই নাম অনুযায়ি সাইটের নাম টাইপ করল.... এরপর কি হয়েছে আমি তো দেখিনি, তবে যা দেখেছি সেটা পর পর বর্নণা করার চেষ্টা করি... 1. বাপ্পি হঠাৎ হো হো করে সশব্দে হেসে উঠল। 2. আমাদের একজন ট্রেইনার টমাস কেমন কেমন একটা বুঝে ফেলেছি হাসি দিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। 3. আলম ব্যস্ত হয়ে কী বোর্ডে কি যেন করার চেষ্টা করল।

তারপর হঠাৎ দাড়িয়ে মনিটর 2হাতে জড়িয়ে ধরে শরীর দিয়ে স্ক্রীন ঢেকে দাড়াল। 4. বাকিরা হা করে তাকিয়ে কি হয়েছে বোঝার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত কি হয়েছে দেখিনি, সম্ভবত: বাপ্পি মনিটর বন্ধ করে কম্পিউটার রিস্টার্ট দিয়েছিল। আমি শুধু দেখলাম আলমের কালো মুখ পুরোপুরি বেগুনি হয়ে গেছে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।