আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রস্তুত



নিজের কাছে নিজেকে হারিয়ে ফেলে, ফিরে আসি পৃথিবীর কাছে। নিজেকে বিশ্বাস করতে আমি সন্ধিহান। সমাজের বর্বরতাকে গালিদিয়ে বাস করি সমাজে। আমার চিন্তা করার বিসয়বস্তু নির্ধারন করছে বিশ্বায়ন। “অ তে অজগরটি আসছে তেড়ে, আ তে আমটি আমি খাব পেরে” থেকে শিখছি একজনকে এড়িয়ে অপরকে আক্রমনের প্রক্রিয়া।

আমার শিক্ষার সারাংশ হলো, পন্যের বিনিময়ে নিজেকে উৎসর্গ করা। অনিয়মের বিরুদ্ধে কথা বলা সন্ত্রাস বলে শিখিয়েছে আমার শিক্ষক। প্রিয়তম! এই অস্থিরতাই আমি ক্লান্ত। তুমি আমি কি আলিঙ্গনে মাতবো? হয়তো তুমিও নিজেকে উৎসর্গ করেছ কোন উন্নত রোবট এর হাতে। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।