যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে আলতা পায়ের একটা মেয়ে ডাগর চোখে একলা চেয়ে, মনের ভিতর উঁকি মারে; আসছে শীতে মোহনাতে; পা ভিজিয়ে সাগর জলে, নদীর জলে স্নানের মাঝে জল যে হবে আলতা রঙ্গে। মনের ভিতর উঁকি মারে আলতা পায়ের একটা মেয়ে, ডাগর চোখে আমায় ভাবে, আসছে শীতে হাতে হাতে দহন হবে, মনের আগুন; জ্বলবে শুধু মনের ফাগুন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।