ছন্দহীন জীবন বড়ই নীরস
জি, যারা মানসিকতার দিক থেকে প্রাপ্তবয়স্ক, তাদের কাছে একটি প্রস্তাব রাখতে চাই। আমরা একটা গ্রুপ করতে পারি কি না, যে গ্রুপের কাজ হবে দারীদ্র্য দূরীকরণ। সাহায্যের নামে কোনো তামাশা নয়, উৎপাদনশীল জিনিস দিয়ে হতদরিদ্রদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে আমাদের মূল কাজ। কাজ হবে টার্গেটভিত্তিক, বিচ্ছিন্নভাবে নয়। অর্থাৎ দেশের যেকোনো প্রান্ত থেকে শুরু করবো।
একটি একটি থানা আমরা দারিদ্র্যমুক্ত করে এগুবো।
গ্রুপের সদস্য হওয়ার ন্যূনতম যোগ্যতা হবে মাসিক অন্তত একবেলার খাবারের সমপরিমাণ অর্থ প্রদান করা।
আমি জানি অনেক বিদেশী ব্লগার বন্ধু আছেন যারা ভালো টাকা আয় করেন। তাদের কাছে এই আবেদন আরো জোরালোভাবে করছি। যারা যারা পক্ষে আছেন মোবাইল নম্বর/ইমেইল ঠিকানা দিয়ে হ্যাঁ বলুন।
শুধু মন্তব্য করে নাম ফোটানোর জন্য কেউ শব্দসংখ্যা বাড়াবেন না প্লিজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।