আমাদের কথা খুঁজে নিন

   

আমির

এইতো! (১) বহুদিন পরে আবার আমিরের সাথে দেখা হলো! আমার কর্মব্যস্ত সকাল পন্ড হয়ে গেলো দায়িত্বগুলো ঝরাপাতা হয়ে উড়ে গেলো শেষ শীতের মৃদু বাতাসে মনে হলো এই দূরন্ত দুপূর আজ অলস বিড়াল অনেক তরতাজা মৎসকাঁটা আবহেলায় পড়ে আছে এলোমেলো, অভিমান নিয়ে ঘুমিয়ে আছে কিশোর বিকেল অনেক আগুন বুকে নিয়ে আঁধার হয়ে পড়ে আছে নরম রাত্রি! বহুদিন পরে আবার আমিরের সাথে দেখা হলো আমিরকে জড়িয়ে খুব কাঁদলাম আমি অ-আমির থেকে যদি আবার আমির হ’য়া যেতো আহা! কতোকাল কাঁদিনা এমন সুখের কান্না… (২) আমি কেমন আছি, আমির অনেক কি পুড়েছি আমি শীতল আগুনে অনেক কি ভেসেছি আমি অদৃশ্য জলে অনেক কি কেঁদেছি আমি দৃশ্যমান হাসির আড়ালে অনেক অ-আমির কি হয়েছি আমি আমিরবিবাদী আদর্শে একদিন আগুনকে পোড়াতাম আমি আজ উষ্ণতাও আমাকে পোড়ায় একদিন সাগরের সাথে জমতো বৈকালিক আড্ডা আজ সাগরের জল আকাঙ্ক্ষা জাগিয়ে ছলনা করে আমি কি পরাজিত হয়ে যাবো, আমির! আমি কেমন আছি, আমির তুমি কেমন আছো, আমির আমরা কেমন আছি- চলো জানতে যাই, আমির বোবা বধির বয়স্ক বটবৃক্ষের বটমূলে…

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।