অতি জ্ঞানিরা আমার ব্লগ থেকে দূরে থাকেন।
একলা পথের মাঝে হারিয়ে যাওয়া
তারপর পথ ভুলে রামধনুর সাথে দেখা;
আমাকে আকাশচারী করে ঘুরিয়ে এনে
বরফ শিতল পাথরএ বসিয়ে রেখে
রামধনুর হারিয়ে যাওয়া।
এরপর সত বৎসরের বৃষ্টি
আর দুই হাতে
ঐ শ্রবনধারা আটকে রাখার ব্যার্থ প্রয়াস।
এরপর ঘুম সাগরে সাতরে বেড়িয়ে
নব সুখে সূর্যকে সাথি করে
তার মত করে হাসতে চাওয়া।
চুরি করা চাঁদের আঁলোয়
ছড়িয়ে থাকা মুখে ঐ অবুঝের হাসি।
এইতো হারিয়ে যাওয়া পথের ঠিকানা
আর এই ঠিকানায় আমার পথ চলা
আবার পথ ভুলে রামধনুর দেখা পাব বলে
আবার আকাশচারী হব বলে...।
(এটা আমি ইংলিশ এ লিখেছিলাম,তাই বাংলায় নতুন করে লিখলাম)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।