প্রদীপ হালদার,জাতিস্মর। পৃথিবীতে নারীরাই সবচাইতে সুন্দর । পৃথিবী যেমন বিভিন্ন সময়ে নিজেকে বিভিন্ন সাজে সজ্জিত করে , তেমনিভাবে নারীরাও নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তোলে । নারীরা সুন্দর । সেই সুন্দর কে দেখবার জন্য আমাদের জন্ম ।
সুন্দর চিরকালই সুন্দর । নারীরা চিরকালই সুন্দর । নারীকে নিয়েই গল্প ,নাটক , উপন্যাস , সিনেমা ,যাত্রা - কত কি রচিত হয়েছে ।
নারী কখনো দুর্বল নয় । নারী জন্ম নিয়েছে দু হাত ভরে পুরুষকে ভালবাসতে ।
আর পুরুষের জন্ম হয়েছে নারীকে সব বিপদ থেকে রক্ষা করতে ।
এক সময় নারীকে পড়াশোনার জগতে ঢুকতে দেওয়া হয়নি । কিন্তু কেন ? আজ নারীরা পড়াশোনায় এগিয়ে যাচ্ছে , কারণ কি ?
তাহলে আত্মা কি নিজেকে পরিচালনা করছে ? আত্মা কি ? সাউণ্ড বা মুখের শব্দই হল আত্মা । আত্মা এক শরীর ত্যাগ করে অন্য শরীরে ঢোকে । আমার মুখের সাউণ্ড আমার মুখ থেকে বের হয় , আর অন্যের শরীরে ঢোকে , সে তখন পরিচালিত হয় ।
লিখিত বা অলিখিত মুখের সাউণ্ড মানুষকে পরিচালনা করে । আমরা যে এত তর্ক করি - তার মূলে কিছু লিখিত বা অলিখিত সাউণ্ড আমার মাথায় ঢুকে গেছে , সেটাকে বিশ্বাস করি ।
বিভিন্ন ধারণার কথা নারীর মাথায় ঢুকিয়ে নারীকে আমরা ধরে রাখবার ভুল চেষ্টা করি মাত্র ।
পৃথিবীতে বুদ্ধিমান হল নারীরাই । নারী কাউকে ধরা না দিলে , পুরুষের কোন ক্ষমতা নেই নারীকে ধরে রাখা ।
নদীর যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ হয় , নারীর ক্ষেত্রেও তাই ।
মনে রাখতে হবে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য কিন্তু নারীর জন্ম নয় । নারীর কোমল হাতের পরশে পুরুষ তার সব দুঃখ ভুলে যায় । নারীর ভালবাসা পাওয়ার জন্য পুরুষকে অনেক কিছু ত্যাগ করতে হয় ।
নারী একাধারে বেশভূষা , অলঙ্কারে সজ্জিত হয় , অন্যদিকে নারী কি না খেতে ভালবাসে ।
পৃথিবীকে আসলে নারীরাই ভোগ করে । নারী ভোগ করতে জানে , তাই নারী ত্যাগও করতে জানে ।
পুরুষেরা ভোগ করতে জানে না । ভালবাসতেও জানে না । সব জানে নারীরাই ।
আমি সেই নারী হয়ে ফিরবো পৃথিবীতে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।