আমাদের কথা খুঁজে নিন

   

ইরানী সিনেমা: বারান,

বারান প্রায় নির্বাক এক মুভি। মুভি দেখার সময় (এবং মুভি শেষে) কান আর চোখের চে মনের খাটুনি হবে বেশি। বারানের নির্মাণশৈলীর মাঝে এক ধরণের এপিটমি আছে। বেশ কিছু দৃশ্য দেখেছি, যেগুলো ধারণ করার জন্য মানসম্মত ক্যামেরা ইক্যুইপমেন্ট প্রয়োজন। যা সাধারণত ইরানী মুভিতে অনুপস্হিত।

ডাইরেকশন ওয়াইজ মাজিদির কাজ আমার কাছে অনেক পরিণত লেগেছে। Children of Heaven (Bacheha-Ye aseman) -এ দর্শক অবজার্ভারের ভূমিকায় থাকে। যেন কোনো এক গল্প শুনছি। যেখানে মূল চরিত্রের অনুভূতিগুলো আমাদের স্পর্শ করবে। কিন্তু দর্শক কখনো কল্পনা করবে না চরিত্রগুলোর মনে কি চলছে।

The Color of Paradise (Rang-e-Khodā) -তে মূল গল্পের চে ভিজ্যুয়াল অ্যাসথেটিক্স বেশি গুরুত্ব পেয়েছে। এ যেন ঈশ্বরের রঙ উপলব্ধির উৎসব। সেখানে বারানে পয়েন্ট অফ ভিউয়ের ব্যবহার লক্ষ্যণীয়। মাজিদি চেয়েছেন দর্শক যেন চরি্ত্রের সাথে একাত্নতা অনুভব করে, চরিত্রগুলোর স্হানে নিজেকে কল্পনা করে। প্রত্যেকেই যেন লতিফ হয়ে বারানকে আড়াল থেকে লক্ষ্য করে।

এই প্রথম ব্লগার স্নিগ লিখলেন দারাশিকো ব্লগে অতিথি লেখক হিসেবে। ইরানী সিনেমা এই পোস্টটি এক্সক্লুসিভলি প্রকাশিত হলো দারাশিকো ব্লগে। পুরোটা পরতে ক্লিক করুন এখানে, আপনার আলোচনাটুকু করতে ভুলবেন না কিন্তু ============================================= অপ্রকাশিত আরও কিছু পোস্ট: সালমান শাহের পরে চলচ্চিত্র শিল্প গত ৬ সেপ্টেম্বর তারিখে সালমান শাহ'র পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলী। রাজনৈতিক ডট কমে প্রকাশিত। সিনেমায় ক্রেনশট সিনেমায় অহরহ ক্রেনশট দেখে থাকবেন।

বিশেষ করে হালের নাটকে এবং মিউজিক ভিডিওতে। ক্রেন শট নিয়ে সামান্য বাতচিত। সিনেমায় গুপ্তহত্যা: সিনেমায় গুপ্তঘাতক এবং গুপ্তহত্যা বেশ পরিচিত বিষয়। এই ধরনের সিনেমাগুলো আমার বেশ লাগে। গুপ্তঘাতক এবং তাদের মিশন নিয়ে যে কটা সিনেমা ভালো লেগেছে, তার চারটি নিয়ে এই পোস্ট।

দ্য ডে অব দ্য জ্যাকল: প্রেসিডেন্ট চার্লস দ্য গলকে হত্যার উদ্দেশ্যে ভাড়া করা হয়েছে একজন গুপ্তঘাতককে। তার নাম 'দ্য জ্যাকল'। উপন্যাসে তৈরী এই চরিত্রটি পরবর্তীতে বেশ বিখ্যাত হয়ে উঠে, সত্যিকারের একজন গুপ্তঘাতক এই নামে পরিচিত হয়ে উঠেন। এসব নিয়েই এই পোস্ট। সিনেমায় ডিরেক্টরস কাট কি? : যারা সিনেমা ডাউনলোড করেন তারা হয়তো ডিরেক্টরস কাট শব্দটির সাথে পরিচিত।

কি বোঝায় এই শব্দটি দ্বারা? মহামন্দায় সিনেমা, মহামন্দার সিনেমা: ১৯৩০ এর মহামন্দায় বেশ কিছু ক্ল্যাসিক সিনেমা নির্মিত হয়েছে, পরবর্তীতে বিভিন্ন সিনেমায় উঠে এসেছে সেরকম কিছু সিনেমা নিয়েই এই পোস্ট। ============================================= সহীহ ডাউনলোডনামা: জেনে নিন সিনেমা ডাউনলোডের কিছু সাইটের নাম। সম্প্রতি কি সিনেমা দেখলাম: আমি শেয়ার করি এখানে, কিছু বন্ধুরাও করে, আপনারা্ও করতে পারেন। ============================================= ফেসবুকে দারাশিকোর ব্লগের সাথেই থাকুন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.