লিখছি এলোমেলো ভাবনা নিয়ে
হাই, ব্লগের বন্ধুরা আমাকেতো আপনারা চিনেনই। ঐ যে সেদিন কোথায় জানি দেখা হয়েছিলো আপনাদের সাথে। যা:হ এখন মনেই পড়ছেনা। যাই হোক আপনাদের প্রতি আমি এই পেজটি সেন্ড করলাম। কারণ এটা আমাকে আজ উপহার দিয়েছে (তার বলা, এটা গিফট) আমার ইরানী বান্ধবী। পরে একদিন তার সাথে আপনাদের কথা বলিয়ে দিবনে। তাহলে আজ থাক এই পর্যন্তই। ভালোথাকা হয় যেন সব্বার।
http://www.eshghemanzari.blogfa.com/8502.aspx
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।