জুন 2006, শোওনায়ে কাদরী একজন কুার্দকে ইরানী সৈন্যরা গুলি করে হত্যা করে এক শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহন করার জন্য। তার মৃত লাশ রাস্তায় ছ্যাচরানো সয় জীপের সাহায্যে অন্য কুর্দিদের শিক্ষার জন্যে। শানিতপর্ন এই মিছিলে আহত আরও অনৈক কুর্দি। এই হথ্যা এবং আচরনৈর প্রতিবাদে কূর্দিরা রাসতায় নামলে হত্যা করা হয় আরো একুশ জনকে। পরবর্তি ঘটনায় অক্টোবর মাসে মারা যায় আরেকজন। উল্লেখ্য কুর্দিরা ইরানে সংখৃা লঘু এবং মাইনরটি প্রটেকশন পায়না। বেশীরভাগ কুর্দিই সুনি্ন তাই শিয়া সংঘাতের স্বীকার। কুর্দিস ভাষা তার আভিজাত্য হারাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।