আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাতারের বেড়া কেন?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। / = / = / = / = / = / = / = / = / = / = / = / = যারা আম্লীগের ভালোচান, তাদের জন্য এইটা পড়া নিষেধ। যারা বিম্পি-র বাম্পার চান, তাদের জন্যও খুব একটা সুখকর না এইটা। তাই, আমাদের মত পাব্লিকেরাই খালি ঢুইকেন এইখানে। / = / = / = / = / = / = / = / = / = / = / = / = ভাগ্যকে ধন্যবাদ যে, সরকারের সব নির্বাচিত ব্যক্তি দুই জন আলোচিত [অনির্বাচিত] উপদেষ্টার হাতে বা কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ইজ্জত সর্বতোভাবে হারাননি।

/ = / = / = / = / = / = ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, তাই আমরা ধরেই নিতে পারি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু বাস্তবতা এই, পাকিস্তানের সঙ্গে ভারতের শত্রুতা থাকা সত্ত্বেও পানিবণ্টন চুক্তি হয়েছে এবং সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। যে রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে ভারত সহযোগিতা করেছে সেই রাষ্ট্রের চারপাশে কেন কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে—বিষয়টি আমাদের বিবেচনায় আনতে হবে। [ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আবদুর রব ] আমাদের দায়িত্বশীলদের অতিকথন মনমোহন সিংয়ের সফর নিয়ে অনেক বেশি প্রত্যাশা জাগিয়েছিল, কিন্তু সে তুলনায় প্রাপ্তি আশানুরূপ হয়নি। অতিকথনে জনগণের কাছে সরকার ও দলকে যারা ছোট করছেন, প্রকৃত অর্থে তারা বিরোধী দলের হাতে আন্দোলনের ইস্যু তুলে দিচ্ছেন।

তাদের লাগাম টেনে ধরতে সভানেত্রীর কাছে আবেদন করার অধিকার আমাদেরও আছে। [আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের] মূলসূত্র ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.