আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাতারের বেড়ায় ঘেরা

বড় সাধ ছিল... সাধ নামেই জন্মাবো

কাঁটাতারের বেড়ায় ঘেরা বাংলার এই অতুল মুখ, প্রতিবাদের ভাষায় লেখা তোমার ওই অচিন চোখ, একটু একটু করে ভাবা প্রতিক্ষনের অনুভব, তোমার বাবার স্মৃতি মাখা বাংলার ঐ লাল সবুজ - এরই মাঝে ভেসে আসে হাসি-কান্নার চাপা সুর। চল মোরা একসাথে, খাঁটি বাংলার আবেগে, প্রিয় বোলে মেতে উঠি - সৃষ্টিসুখের উল্লাসে। সবুজ ধুসর বাংলার শহর - যদিও বা মলিন কাতর; তুমি ছোটো নওকো ঐ শহরেরই দামাল কিশোর। পারবে ছোড়া বলরে, পারি দিতে দুঃখ স্রোতের দরিয়া আমি, ওই পাড়েতে বসে আছে সুখী বাংলার প্রতিমায়া - জানি। শক্ত হাতে ধর তরুন, বাংলা মায় কাঁদছে বসে - তুমি যে গড়বে এ দেশ ভালোবাসার আবেগে।

সবাই মিলে তাই গেয়ে ওঠ, "ভালবাসি দেশটারে, ভালবাসি বাংলা মায়ের - প্রাণেরই অনুভবে। সেই ভালবাসায় জেনো, গড়ব এই দেশটারে; সকল দেশের সেরা হবে - দেখবে জগৎ বিস্ময়ে। " কাব্য প্রচেষ্টাটি বেশ কিছু দিন আগের, পোস্ট করব না করব না ভেবেও দিয়ে দিলাম। তবে কবিতাটি মোটেও ভালো হয় নাই- অনেকটাই গতানুগতিক এবং সাধারণ বাক্য ও ভাবের সমন্বয়ে লেখা। তবুও, দেশকে নিয়ে লেখা তো, কেবলই মনের ভাব প্রকাশের আশায়... দ্রষ্টব্যঃ ছবিটি আমার নিজের তৈরি এবং সত্ত্ব সংরক্ষিত।

তবে, যে কেও এটি নামিয়ে ব্যবহার করতে পারবে এখান থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.