মেরুদন্ড বেয়ে নেমে যায় হিমেল স্রোত।
অজস্র নদীনালা ,খালবিল
নদীতে উধাও বেহিসাবী ভাবুক মন।
যাকে খুব প্রয়োজন ছিলো।
তার জন্য সীমান্তের দিকে তাকিয়ে
বুকের মধ্যে অহর্নিশ বাজছিলো করুণ বেহালা।
একটা আনন্দঘন সময়ের হাত ধরে
তার আলোকিত চলে আসা।
কাঁটাতারের ভিতরে সেই জনের সাথে দেখা।
একটা উজ্জ্বল মোহনীয় সময়ের
মুখোমুখি বসে দুজনের মাঝে
কোন সে মহাকাল জেগেছিল।
আগুনের লেলিহান শিখায়
পুড়ছিলো সব শেকড় বাকড়।
বুকের ভিতরের কাঁকড়া বিছার কষ্টের দাপাদাপি।
পৃথিবী যাপনের কতসব দিনরাত্রি
কি করে সব একাকার হয়ে গেলো
এই একটা মাত্র অভিলাষী দিনে।
একটা বিশাল না এর মোহনায় এসেও
সবকিছু কেমন মোহনীয় হয়ে গেলো !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।