উপজেলার খেংটী মিঠাইবাড়ি সীমানত্দে বিএসএফের নোম্যান্সল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণে বিডিআর বাধা প্রদান করে। এমতাবস্থায় বিএসএফ-বিডিআর এখন মুখোমুখি। গ্রামবাসী বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। এলাকাবাসী ও বিডিআর জানায়, রবিবার বিকেলে পানিশালা বিএসএফ ক্যাম্পের সাববেস ক্যাম্পের সদস্যরা লোকজন নিয়ে সীমানত্দের 845 মেইন পিলারের 11 ও 12 সাব পিলারের কাছে 125 গজ অভ্যনত্দরে অসমাপ্ত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরম্ন করে। এ সময় ঝালাংগী বিডিআর ক্যাম্পের বিওপি কমান্ডার জাহিদের নেতৃত্বে বিডিআর নির্মাণ কাজে বাধা প্রদান করে। বিএসএফ উক্ত সীমানত্দে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাংকার করে শক্তি বৃদ্ধি করেছে। বিডিআরও টহল জোরদার করেছে।
ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 27.07.2006 ঃঃ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।