বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার সরকারি কলেজ গেইট এলাকায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় দুইটি ট্যাক্সি ভাংচুরও করা হয়।
আহতরা হলেন রামু উপজেলার কলঘর এলাকার মাহামুদুল হোসেনের ছেলে ট্যাক্সী চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৮), রামু কলেজ গেইটের আবদুস শুক্কুরের ছেলে মোহাম্মদ মিজান (১২) এবং উখিয়ার ডেইলপাড়ার মহসীন আলী (৪০)।
ট্যাক্সিচালক জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কে কলেজ গেইট এলাকায় শিবিরকর্মীদের ছোঁড়া ইটপাটকেলে তারা আহত হন।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হরতালে কক্সবাজার থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল না করলেও অভ্যন্তরে সকল প্রকার যান চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।