আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজারে কেমন করে যাব?

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

গতরাতে এত আহলাদ উঠল, বইদা এমরানকে ফোন লাগালাম। (কোনো একবার রাস্তার ধারে আমাদের চোখের সামনে ৩ টা সিদ্ধ ডিম খাওয়াতে এ নাম। ) অথচ পরশু দিনও ওর সাথে ১ ঘন্টা কথা হয়েছে। ও ওর রিসেন্ট কক্সবাজার ঘোরার কাহিনী সবিস্তরে বর্ননা করতে লাগল। সবশেষে বলে, দোস...এইবার তুই এলে আবার একবার যেতে হবে কক্সবাজার...তানিমরা আছে ওইখানে...জব্বর মজা হয়।

আমি স্পন্সর হইব দরকার হইলে। আমি বললাম আচ্ছা, আমার তো কক্সবাজার যাওয়াও হয় নাই, যাওয়া যাবে নে। আমি আবার ওরে প্রস্তাব দিলাম, শোন এবার এসে চল কক্সবাজার যাই আর না যাই একটু কাটমন্ডু ঘুরে আসি...দারুন সস্তায় ঘুরা যায়। শুনে ও রীতিমত মারমুখী হয়ে যায়, বলল কক্সবাজার আগে ফাইনাল হোক, আমি বললাম তা তো অবশ্যই...এবার তো আমার কারনেই যাওয়া হল না, আগামীবার মিস করব না। এর কিছুক্ষন পরে আমরা যখন যাওয়ার প্ল্যান নিয়ে কথা বলছি তখন ও যে কথা বলল তাতে আমি কাদব না হাসব বুঝতে পারছিলাম না।

সিরিয়াসলী বলছে...আমার আক্কেলগুড়ুম। কিভাবে যাব, ট্রেনে না বাসে? এ প্রশ্ন করতেই ব্যাটা বলে...এইবার তানভীরের কথায় হানিফে গেছি...রাস্তায় দেখি এ জায়গায় ও জায়গায় বাস উল্টে পড়ে আছে,,,আর না...ভাবলাম ট্রেনের কথা বলবে...ও বলল...ওখানে গিয়ে বেশী খরচ হয় না...এইবার যাওয়া বাবদ ২০/৩০ হাজার খরচ করে ফেলব...আমি হাসি চাপতে চাপতে বললাম..কি দিয়ে যাবি প্লেন? না...হেলিকপ্টার...ওর নির্বিকার উত্তর। আর কোন কথা বের হয় আমার মুখ দিয়ে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।