[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
ঐতিহ্য প্রকাশনী বাংলাদেশের প্রধান কিছু জেলা শহরে মানুষের মাঝে বই এর চিরায়ত , শ্বাসত আবেদন পৌছানোর মানসে যে সুন্দর বই উৎসব পালনের উদ্যেগ নিয়েছে তারই অংশ হিসেবে কক্সবাজারে আজ 1 লা সেপ্টেম্বর হতে শুরু হয়েছে 15 দিন ব্যপি [গাঢ়]ঐতিহ্য বই উৎসব[/গাঢ়]।
আমাদের সামহয়্যার ইন এর সু ব্লগার gvkv এই আয়োজনের একজন নিবেদিত কর্মী ।
কক্সবাজার দর্শন ক্লাব বই প্রেমী পাঠকের পাঠ ক্ষুধা মেটাতে ঐতিহ্যের বেশ কিছু দূর্লভ বই নিয়ে আয়োজন করেছে এই উৎসব। আজ সন্ধ্যায় বর্ষন মুখর রিনিঝিনি ছন্দের মূর্ছনায় উদ্্বেলিত হয়ে একদল জ্ঞানপিপাসী মানুষের সমাগমে কক্সবাজার এর ইনিষ্টিটিউট অব পাবলিক লাইব্রেরীর শহীদ ফরহাদ ক্রীড়া কক্ষে উদ্্বোধন হলো ছোট খাট পরিসরে বই এর এই মধুর উৎসব খানা। কতিপয় গুণি মানুষের জ্ঞান গর্ভ আলোচনায় ছোট পরিসর হয়ে উঠেছিল জ্ঞানের পাঠশালা।
মাশা এবং তার মত আরও বেশ নিবেদিত প্রাণ কিছু সৃজনশীল মানুষের নিরলস প্রচেষ্টায় 15 দিনের জন্য বই এর উৎসবে যেন দেখলাম এক শান্তিময় জ্ঞানের হাট।
উদ্া্বেধন শেষে যখন ঘুরে ঘুরে দেখছিলাম বই এর সমারোহ....মুগ্ধ হচ্ছিলাম বেশ অনেক ভাল ভাল বই দেখে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।