ট্যুরে যাচ্ছি কক্সবাজারে।
যে যে যেতে চান, হাত উঠান।
আমরা বন্ধুরা ছয় তারিখ রাতে কক্সবাজার যাচ্ছি চার দিনের ট্যুরে। সাত তারিখ কক্সবাজার থাকব, আট তারিখ সকালে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু। ওখানেও থাকব এক রাত। ছেড়া দ্বীপে তো যাবই যাব।
নয় তারিখ কক্সবাজার ফিরব, দশ তারিখও সেখানে, রাতে ঢাকার পথে ফিরতি যাত্রা। মাঝখানে সময় করে কুতুবদিয়া, ডুলা হাজরা এবং ইনানি যাওয়ার ব্যপক ইচ্ছা আছে।
এখনও চান্স আছে, চলো সবাই...
চামে একটা কথা মনে করিয়ে দেই, প্রাকৃতিক সপ্তাচার্য নির্বাচনে কক্সবাজারকে ভোট দিন সবাই বেশী বেশী করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।