অলৌকিক মনে হলেও সত্য! নওগাঁর ধামইরহাটে মাটি ফেটে হঠাৎ পানি উঠতে শুরু করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিতকিডাঙ্গা গ্রামের বিধবা সালেহা বেগমের বাড়ির কাছে তার ভিটায়। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ভিটায় কিছুক্ষণ ধরে এক প্রকার বিকট শব্দ শোনা যায় বলে গ্রামবাসী জানান। পরে মধ্যরাতে সালেহার ছেলে সাইদুল ইসলাম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে শুকনো ভিটায় পানি দেখতে পান এবং স্তম্ভিত হন। ২ সেপ্টেম্বর সকালে একইভাবে পানি উঠতে থাকে এবং পানির সঙ্গে বুদবুদ উঠতে থাকলে গ্রামবাসী বিভিন্নভাবে পানি বন্ধ করার চেষ্টা করে ব্যর্থ হন।
অবশেষে রবিবার সকালে গ্রামবাসীর পরামর্শে সাইদুল ইসলাম আইল দিয়ে পানি বেঁধে দেন এবং কূপ আকৃতি জায়গাটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে সংরক্ষণ করেন। এ খবর ছড়িয়ে পড়লে জেলার বিভিন্ন এলাকার অসংখ্য লোকজন তা এক নজর দেখার জন্য ভিড় করছেন। অনেকে অলৌকিক পানি মনে করে মনের আশা পূরণ হওয়ার প্রত্যাশায় পানি পান করার হিড়িক পড়েছে। কেউ কেউ আবার বোতলে পানিভর্তি করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে ভিটার মালিক বিধবা সালেহার ছেলে সাইদুল বলেন, অলৌকিকভাবে উৎপত্তি হওয়া পানি নিয়ে আমরা চিন্তিত না হলেও মনের ভয় কাটাতে এবং ভালো ফল পেতে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।
যত দিন যাচ্ছে লোক সমাগম তত বৃদ্ধি পাচ্ছে এবং এ নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।