জানতে চাই নিজেকে.... টুকরো টুকরো মেঘ থেকে বৃষ্টি ঝরলো অঝোর ধারায় এতদিন জমিয়েছিলাম ভালবাসা বলে ! যেদিন চাতক উড়ে গেলো দূরে কোথাও ফিরলোনা আমার আকাশ-জমিনে সেদিনইতো এত বৃষ্টি হল এতদিন ভেবেছিলাম ভালবাসা । এত তার জল ডুবে গেলো সব চল্লিশ দিন চল্লিশ রাতেও শুকোয়নি এতটুকুন কতবার ডাঙ্গার খোঁজে উড়িয়ে দিলাম পায়রা ফিরে আসেনি আর, আমিও খোঁজে পাইনি ডাঙ্গা। হায় চাতক পাখি একখন্ড ডাঙ্গার বদলে সারা জীবন আমায় ভাসালে জলে হায় চাতক পাখি বড়ো বেশি ভালবাসা এমনই হয়? ২৮-১২-০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।