প্রতিটি দিনের কাছে অনেক যে ঋণ...
মেঘ বুঝি ছুঁয়ে যায় কান্নাকে
আর বৃষ্টি সেও ছুঁয়ে যায় তোমাকে
কথাটা আমি এই সেদিন
উপলব্ধির শেষ সীমায় নিলাম
তোমার ভেতরের সমস্ত যন্ত্রণার
পাহাড় ভেঙ্গে আমি ভালবাসার
প্রাসাদ নির্মাণের কথা ভাবলাম।
তবে কি বৃষ্টি -
তবে কি মেঘ -
কখনো-সখনো চোখের জল
কিংবা হৃদয়ের যন্ত্রণা অতল?
এই ভাঙা বুকের বিক্ষোভ
তবে কি গর্জন?
আকাশের এই হঠাৎ বিদ্যুৎ
হৃদয়ের নতুন চেতনা?
বৃষ্টি শরীরে জড়াবো বলে
আমি তোমার কাছে এলাম
দেখি, তোমার খন্ড কান্নাই
খুব নীরবে জমাট বেঁধে
আকাশময় প্রতিধ্বনিত...
আর ভাষাগুলো সব মূঢ়...
তোমার চোখের জলেই
সেই চির অচেনা স্বর
অনাকাঙ্খিত কম্পন!
সজ্জিত স্বপ্ন প্লাবিত...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।