বুধবার সকালে জেল রোড এলাকায় মোটর সাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের যুদ্ধাপরাধের মামলার রায়ের দিন বুধবার সারাদেশে হরতাল ডাকে জামায়াতে ইসলামী। রায়ে মৃত্যুদণ্ড হওয়ায় বৃহস্পতিবারও হরতাল ডেকেছে দলটি।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জেলরোড এলাকার আনসার ক্লাবের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মোটর সাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সালাউদ্দিন, শহীদুল ইসলাম ও এরফান।
নিজেদের ছোড়া বোমার বিস্ফোরণে এরফান পায়ে জখম হন বলে ওসি জানান।
এছাড়া হরতালে পিকেটিংয়ের সময় চান্দগাঁও এলাকায় মো. ইউসুফ নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি বাবুল চন্দ্র বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নূর নগর হাউজিং এলাকায় যানবাহন ভাংচুরের চেষ্টাকালে ইউসুফকে গ্রেপ্তার করা হয়।
হরতালে চট্টগ্রামে জীবনযাত্রা ছিল অনেকটাই স্বাভাবিক। শুধু দূরপাল্লার বাসগুলো নগরী ছেড়ে যায়নি।
সকাল থেকে নগরীতে বাসসহ গণপরিবহণ চলতে থাকলেও দুপুরে ব্যক্তিগত গাড়িও চলতে দেখা গেছে।
নগরীর ব্যাংক বীমা ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে, তৈরি পোশাক কারখানাগুলোতেও নিয়মিত কাজ চলছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর অবস্থা স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।