আমাদের কথা খুঁজে নিন

   

বোমা বার্ষিকী

কিবোর্ড নস্ট তাই লিথতে পারি না।

আজ দেশব্যাপী বোমা হামলার ৫ম বার্ষিকীর ১৭ আগষ্ট। ২০০৫ সালের এই দিনে বা;লাদেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলায় একযোগে প্রায় ৫০০ টি বোমা ফাটিয়ে ‍‍‌‌‌‌'আল্লাহর কায়েমের ' দাবি জানিয়ে মূর্তিমান আতঙ্ক হিসাবে আবির্ভূত হয় জামাআতুল মুজাহিদীন বা;লাদেশ (জেএমবি)। এই বোমা হামলায় নিহত হয় প্রায় ২৫ জন সাধারন মানুষ। এরপর একই বছরের ৩ অক্টোবর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত জেএমবির সাত দফা আত্মঘাতি বোমা হামলায় দুই জন বিচারক,আইন জীবী , পুলিশসহ প্রায় ২৩ জন নিহত হয়।

উল্লেখ্য আত্মঘাতি এসব হামলার পরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেএমবির বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামে। সরকার তখন জেএমবির মজলিশে সূরার সদস্যদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষনা করে। পরে বিভিন্ন ধাপে ২০০৬ সালের ২৬ এপ্রিলের মধ্যে শায়খ আবদুর রহমান , সিদ্দিকুর ইসলাম বা;লা ভাই সহ জেএমবির শীর্ষস্থানীয় সাত নেতা ধরা পড়ে এব; পড়ে তত্ত্বাবধায়ক সরকার আমলে শায়খ আবদুর রহমান ,সিদ্দিকুর ইসলাম বা;লা ভাই সহ শীর্ষস্থানীয় ৫ নেতার ফাসি কার্যকর হয়। পরে আবার তারা হবিগন্জে মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বে জেএমবি পূর্নগঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে জেএমবি নেতা ধরা পড়ে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।