আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজারে শিবিরের তাণ্ডব

বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আল বদর প্রধানের ফাঁসির রায় ঘোষণা করে।
বিকাল ৩টার দিকে কক্সবাজার শহরের বাজার ঘাটা, বার্মিজ মাকের্ট ও টেকপাড়া এলাকায় অন্তত ২০টি যানবাহন ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, ঝটিকা মিছিল থেকে ছাত্রশিবির কর্মীরা ৭টি ট্যাক্সিক্যাব ও ১৩টি টমটম ভাংচুর করে।
এ সময় মিছিলকারীরা টেকপাড়ায় আল নূর হাসপাতাল, সনি  ও কনকা কোম্পানির শো-রুম সহ ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে বলে জানান ওসি জসীম উদ্দিন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।