আমাদের কথা খুঁজে নিন

   

দ্বীপ জাহাজের মধ্যে

চায়নায় পড়ার জন্য ০১৬৮৪৪৪৩০৮৬, ০০৮৬১৩৭১৯২৭৫০৪৬ www.xueonline.info অনেকেই বিলাসবহুল ক্রজ শিপ সম্পর্কে জানে এবং অনেকে এই ধরনের ক্রজ শিপে আরোহন করেছেন। কিন্তু কেউ কি হুবহু দ্বীপের মত ক্রজ শিপে চড়েছেন? একটি শীপের নাম "ট্রপিকেল আইল্যান্ড পেরাডাইস" যেখানে ছোট পরিসরে জাহাজের মধ্যেই ছোট মটর চালিত নৌকা চালানো যায়। আবার এর মধ্যেই আছে আগ্নেয়গিরি যা কিনা মানুষের তৈরি, আরো আছে ঝর্ণাধারা প্রবাহমান। তার সাথে আছে পাহাড়ী এলাকা, পাম গাছ এবং আকাঁ বাকাঁ বীচ। তাইওয়ান এর তথ্যানুসারে, "জিন রি শীং ঝিয়ান" সেপ্টেম্বর এর বার্তা: এই ছোট পরিসরের ছোট মটর চালিত নৌকাকে ব্রিটিশ কম্পানি বলে “Yacht Island Designs” যা কিনা তাদের একটি কর্পোরেট ডিজাইন।

এই ক্রজে চারটি ভিআইপি এবং ১টি প্রেসিডেন্সিয়াল স্যুট আছে যা কিনা দুইটি ডেক এবং কৃত্রিম আগ্নেয়গিরির মাঝে অবস্থিত। জাহাজের মধ্যেই বিনোদনের সব ব্যাবস্থা করা আছে এবং এগুলো যাতে হাতের নাগালেই থাকে তারও ব্যাবস্থা করা আছে। বিনোদনের জন্য সিনেমা হল, খেলার ঘর, লাইব্রেরী, ব্যায়ামাগার এবং স্পা আছে। এটি একটি ভাসমান স্বর্গীয় দ্বীপ এর মত। ক্রজ স্যুট থেকে সরাসরি বীচ এর কুড়ে ঘরে যাওয়ার ব্যাবস্থা আছে।

মানুষ পাহাড়ী অঞ্চলের মজা উপভোগ করতে পারে, এই পাহাড়ী অঞ্চল হচ্ছে পাম গাছের নীচে অবস্থিত। প্রতিটি রুম বা স্যুট এর সাথে আছে বেলকুনি। মূল জাহাজের মধ্যে হচ্ছে নদী আর তার পাশে কৃত্রিম আগ্নেয়গিরি। নদীটি প্রবাহিত হয়ে সুইমিংপুল তৈরি হয়। জাহাজের ডেকের কয়েকটি পার্ট সংযুক্ত করে পানিতে খেলা যায় এমন ব্যাবস্থাও করা আছে।

আর ডেকের পিছনের দিকে যে আগ্নেয়গিরি আছে সেটি হচ্ছে একটি হেলিপেডের দ্বিগুণ। ছবি ১: জাহাজের মধ্যে পুরো দ্বীপটি এবং কৃত্রিম কুড়ে ঘরগুলো। (লিংক১ ) ছবি ২: জাহাজের ডেকের পিছন দিকের সংযুক্ত ছোট ছোট অংশ নিয়ে পানির উপরে খোলার জায়গা (লিংক ২ ) ছবি: ৩: জাহাজের নদী এবং ঝর্ণা ধারার প্রবাহ এবং এর কৃত্রিম আগ্নেয়গিরি। (লিংক ৩ ) ছবি ৪: জাহাজের কুড়ে ঘর এবং এর সাথের পাহাড়ী দৃশ্য। (লিংক ৪ ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।