আল বিদা
গতকাল ঠিক করেছি কক্সবাজার - সেইন্টমার্টিন যাব। খবর নিয়ে দেখি কোথাও রুম পাওয়া যাচ্ছে না। আগে অনেকবার বন্ধুরা স্বপরিবারে প্ল্যান করে যাওয়া হয়নি। এবারও কি যাওয়া হবে না ? এবারও যাওয়া নাহলে আমরা বন্ধুরা যার যার গৃহে লজ্জায়পড়ে যাব । হয়ত ভবিষতে তারা আর আমাদের বেড়ানর কথা বিশ্বাসই করবে না ।
একটা গান আছে না - গুরু, উপায় বল না ।
রবীন্দ্রনাথ আমাদের প্রায় সব মূহুর্ত নিয়েই কিছু লিখেছেন । হঠাৎ তার একটা কবিতা মনে পড়ল যা কিঞ্চিৎ পরিমার্যন করা হল।
রুম নাই রুম নাই ছোট সে দ্বীপখানি
বিশ্বের পর্যটকে সব গিয়াছে ভরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।