আমাদের কথা খুঁজে নিন

   

আরেক মধ্যাহ্ন

ছেলেটার এটা-ওটা বায়না ছিলো। লেবেনচুষ, লাঠি লজেন্স, তালপাতার সেপাই সুপারী-খোলের স্লেজ গাড়ি, কাগুজে বিমান ও বাঘ জোছনায় থলথলে রুপালী চাঁদ ছেলেবেলায় ছেলেটার ছেলেপনার অংশ ছিলো। কৈশোরে এক জেদী কিশোরীর উড়না ধরে টান মেরে বাকবাকুম ছেলেটা পঞ্চায়েতের বাহির। মাঝখানে তার অনেক বছর কেটে গেছে, বায়নাবিহীন। জীবনের মধ্যাহ্নে একদিন তার- লাল টুকটুকে বউয়ের বায়না হলো শান্ত-সুবোধ সেই ফুটফুটে বায়না কালক্রমে পেত্নী হলো। পেত্নী একদিন রাক্ষুসী হয়ে বালকের সর্বস্ব খেলো। গ্রামে-গঞ্জে এখনো নিজের পায়ে মাথা কুটে কুটে অবুঝ ছেলেটার আরেক মধ্যাহ্নে নিশ্চিহ্ন হবার গল্প শোনা যায়। বিনিয়ামিন, ০৮ সেপ্টেম্বর ২০১১ সাল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।