একদিন হয়তো তুমি জানবে আমাদের সমাজটা এক সময় এরকম ছিল না। সবার সাথে মিলে মিশে আমরা বেড়ে উঠেছি আত্মার আত্মীয় হয়ে বড় হয়েছি এখন তুমি যেভাবে দেখতে পাও রাত্রিদিনের সব ঘনটা ছোট্ট এক জারনায তখন এইি জালানাটা ছিলনা বলেই ইভটিজিং নামের কোন শব্দ আমাদের শুনতে হয়নি ইডেন করেজ তখনো ছিল কিন্তু সতীত্ব কেউ হায়ানি তোমাদের যুগে তোমরা আজ হয়েছ যে কি বুঝবে সেদিন তোমার পরবর্তী প্রজন্মকে তুমি তৈরি করে নিচ্ছ কি করে হয়ে গেল এই দিন বদল তুমিও একদিন জানবে ঠিকই ইতিহাস বইয়ে পাতা গুলো আজো আছে কোথাও কোথাও আমার একটা দুঃখ রয়ে গেল তোমার মানসকিতা যারা এভাবে বদলে দিল তারা তো নিজেদের হারিয়েছে অনেক আগে ৎতাদের হরাবার কিছু নেই আমরা তো হারিয়েছি সব প্রতি নিযতই হারায় ইমান জানি না কবে কেহ আসবে আবার জাগবে এ সমাজ তার আপন সাজে এমন একটি দিনে কেন হজার যুগের প্রত্যাশা আমি করি শুধু তুমি কথা দাও আসবে ফিরে তুমি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।