আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে বাঙ্গালী!! শেষ পর্যন্ত ICC Trophy হারাইয়া ফালাইলি !!

প্রত্যাশাই জীবন, বিবেক বাধা, আর বিভ্রান্তিই গতি সঞ্ছারক। হোক সে গতি পশ্চাৎমুখী কিংবা অভিমুখী। এই গতিতেই রয়েছে প্রত্যাশা, হয়ত ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরু ১৯৯৭ এর মার্চ এপ্রিল মাসে। আইসিসি ট্রফি ঘরে তুলেছিল আকরাম খান আর খালেদ মাসুদ পাইলটের দল। সেখান থেকেই বাংলাদেশ ক্রিকেটের যাত্রা শুরু, আমি সেইদিন বাঙ্গালীর আবেগ দেখেছি! রং খেলা হয়েছে বাংলার গ্রামে গ্রামে! যেন সীমাহীন আনন্দে ভাসছিল সারা বাংলাদেশ! সেই ICC Trophy হারিয়ে ফেলেছে দায়িত্বজ্ঞানহীন BCB. কোন ট্রফি হারিয়ে যায় আমি কোনদিন শুনিনি। খুবই অবাক লাগে এ কেমন দায়িত্বশীলতা?? এইটা কোন কথা? বলেন ভাই এইটা কোন কথা? খালেদ মাসুদ বললেন, তিনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে সর্বশেষ Trophy টি দেখেছিলেন ২০১১ বিশকাপের সময়ও নাকি Trophy পাওয়া যায়নি, তবে নীরব ছিল কেন BCB ? তবে শেষ কথা হইলো কিছুক্ষণ আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে BCB বলিল ICC Trophy কখনো বাংলাদেশে আনাই হয় নাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.