I always tell the truth. Even whn I lie. ইমন জুবায়ের, রাইসুল জুহালা, কাঊসার রুশো,রাজীব নু্র,হাসান মাহবুব, বিডি আইডল, ফিউশন ফাইভ,বৃষ্টি ভেজা সকাল ১১!!! এরা আমার সব থেকে প্রিয় ব্লগার। এরা ব্লগ সমাজে যেমন আলোচিত সেরকমের সমালোচিত। এদের পোষ্টগুলো হয় মাধুর্যপুর্ন,সাজানো ও তথ্যভিত্তিক। তাই এদের লেখাগুলো আমার প্রচন্ড রকমের ভালো লাগে।
কিন্তু এদের বাইরেও রয়েছে কিছু ব্লগার।
যারা প্রচন্ড নিম্ন পর্যায়ের। দুনিয়ার সকল ফাউল বিষয়ে এদের আগ্রহ। সামু ব্লগ তথাকথিত সর্বসাধারনের ব্লগ। মন খুলে কথা বলা ও স্বাধীনতার সাথে ব্লগিং এখানেই করা যায়। আর এই সুযোগের অপব্যবহার করা হচ্ছে সেরকম হারে।
যেহেতু পিসি খুলতেই সামুতে ঢোকা হয় এবং অনুসারিত বল্গারদের লেখা না পড়ে ওঠা হয় না। তাই প্রায় ১০ মাস সামুতে এদের প্রতি আলাদা একটা মায়া চলে এসেছে।
যাই হোক মূল কথায় যাই। উক্ত ব্লগাররা আপনাদের সকলের পোষ্ট অসংখ্য । কারন আপনারা ব্লগ ও আমাদের ভালোবেসেই ব্লগিং করেন।
তাই আপনাদের সব পোষ্টগুলো এখন পড়া হয় নাই। পড়তে ভালো লাগেনা। মনে হয় পড়লেতো পড়াই হয়ে গেলো। রেখে দেই পড়ে পড়বো।
ব্লগের অবস্থা ভালো না।
যে যা পাচ্ছে তাই নিয়ে কথা বলছে। আস্তিকতা, নাস্তিকতা, ধর্ম, রাজনিতী। কেউ কেউ ছাড়িয়ে যাচ্ছে সীমানা। সেদিন দেখলাম শেখ মুজিবকে আজেবাজে গালাগালি ইত্যাদিও হচ্ছে।
যদি কোনো কারনে ব্লগ বন্ধ করে দেওয়া হয় তখন কি হবে????
আপনাদের এত কষ্ট করে লেখা এই পোষ্টগুলো কই যাবে?
আমি জাষ্ট বলতে চাই আপনারা আলাদা করে একটা ফ্রি সাইট খুলে আপনাদের লেখাগুলো সেভ করে রাখেন।
যেটা বিডি আইডল, ফিউশন ফাইভ করেছে। তাদের আলাদা আলাদা ব্লগ আছে। নিজেদের নামে।
আমি জানিনা ব্লগ বন্ধ হবার সম্ভাবনা আছে কিনা। বা সম্ভব কিনা কিন্তু আমার ভয় হয়।
বেশ ভয় হয়। তাই আপনাদের ভক্ত হিসেবে আমার এই আকুল আবেদন।
ধন্যবাদ সবাইকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।