সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় সোনাই, তোর সাথে আর চিঠি নিয়ে ঝামেলা করবো না। চিঠি লিখতে তোর অনেক কষ্ট হয়, অনেক সময় নষ্ট হয়। আবার মাঝে মাঝে কিছু লিখার খুঁজে না পেয়ে space দিয়ে যাস। সোনাবালি'র আপন ভুবনটাকে সাজানোর আগে আমরা এই ভুবনের প্রতি যতটা caring ছিলাম, দিন দিন তা অবহেলায় রুপান্তরিত হচ্ছে। আমি তোকে দোষ দিচ্ছি না, আবার ঠিক আমাকেও না। হয়তো ব্যস্ততা, সংশয়, সমাজ সব কিছুর সম্মিলিত প্রভাবে এই অবহেলা। কিন্ত সোনাই, এটা আমার অনেক শখের আপন ভুবন, যেখানে তুই আমার আমিকে খুঁজে এনে দিয়েছিস, আর আমি খুঁজে পেয়েছি আমার সোনাই কে। একটু ভেবে দেখ সোনাবালি'র আপন ভুবন সোনাই আর বালিকে যতটুকু দিয়েছে, তার কতটুকু আমরা তাকে দিয়েছি! আমার এই চিঠিটা পড়ে তোর মন খারাপ হবে জানি। তাই তোর জন্য একটা মন খারাপ করা গান। Click This Link তোর বালি......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।