আমাদের কথা খুঁজে নিন

   

সোনাই' কে লেখা চিঠি (মে,৯) --- বালি

সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! সোনাই, এই সোনাই............ আমার সোনাই টা কি করে? আজকে ইউনি থেকে যখন ফিরছিলাম, এত্ত সুন্দর বাতাস !!তোর কথা খুব মনে পড়ছিল। ...মনে মনে ভাবছিলাম, আজ এরকম চমৎকার বাতাসে তুই আমার পাশে থাকলে কত্ত ভালো লাগত। তোর সাথে কথা বলতে বলতে হেটে বাসায় যেতাম। এই ভেবে ভেবে মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল। বাসায় এসে ভাবছিলাম একা একা পার্কে গিয়ে কিছুক্ষন বসে থেকে আসব।

কিন্তু তোর তো আবার নিষেধ আছে তোকে ছাড়া ওই পার্কে যাওয়া যাবেনা...! ঠিক এমন সময় তোর ফোন পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছিল তোকে বলে বোঝাতে পারবনা। তুই বললি ৫/৭ মিনিট লাগবে... আমার আর তর সইছিলনা... আমি ঠিক তক্ষনি বের হয়ে গেলাম। আচ্ছা সোনাই বলতো, ভালোবাসা কারে কয় ? তুই ঠিক-ই বলেছিস......আমি শুধু বোকা ছিলাম না, এখনও অনেক বোকা আছি... তবে এখন আর ভয় পাই না। আল্লাহ্‌ বরাবরই আমাকে নিজ হাতে বিপদ থেকে উদ্ধার করেছেন। আর আমি এখন পথের মাঝ থেকে কাঁটা পরিস্কার করে পথ চলতে শিখে গেছি।

আমার এক স্যার একদিন বলেছিলেন " অবিশ্বাস করে জেতার চাইতে, বিশ্বাস করে হেরে যাওয়া ভালো ” একবার মনে হয় এত সব ঘটনা আমার জীবনেই ঘটার ছিল...!!!আরেকবার মনে হয়, এসব ঘটনা ঘটেছে বলেই আজ আমি এতদূর এসেছি ... !!! "যেটা ছিলনা ছিলনা সেটা না পাওয়াই থাক...সব পেলে নষ্ট জীবন...!!! We all grow into the beautiful person that we're supposed to be.........some earlier....some later......... ভাল থাকিস। তোর বোকা বালি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.