সোনাই আর বালি'র চিঠি ব্লগে স্বাগতম !!! প্রিয় সোনাই, (১) তুই অনেক বুদ্ধিমান আর প্রতিভাবান মানুষ। আমি বোধ হয় তোকে অনেক বিপদে ফেলে দিচ্ছি। আমার খুবই খারাপ লাগছে রে ... তোর মত চারিদিক ম্যনেজ করে চলাটা শিখতে পারিনি । একটু সময় লাগবে...... আচ্ছা ঠিক আছে তোকে কথা দিচ্ছি আর তোকে ঝামেলায় ফেলব না। তবে তুই বিরাট ফাঁকিবাজ...তোরে যে assignment দিয়েছি সেটা ভুলে বসে আছিস!! আমাদের পথিবীর সুন্দর একটা নাম দিতে বললাম না?? এটা complete করতে না পারলে তোকে আর চিঠি লিখব না...... (২) তুই তো দেখি ভয়ঙ্কর threat দিতে জানিস......আমি ভয় পাইছি......হে হে হে......... (৩) নে, গুনে গুনে তোর ৩ টা চিঠির ই answer দিচ্ছি... এবার খুশি হইছিস ??......তুই অনেক সকালে ঘুম থেকে উঠছিস সেটা আমি টের পেয়েছি । ওঘরে বসে তুই যে আমাকে চিঠি লিখছিস সেটাও বুঝতে পেরেছি। সত্যি করে বল তো এবার কষ্ট টা কার বেশি হচ্ছে ??......Neutrally বলবি কিন্তু!! তুই তো আবার সবসময় তালগাছটা নিজের দখলে রেখে দিস ... তোর যখন খুশি আসবি আমার কাছে ... আমার এই ছোট্ট পৃথিবীতে you are always welcome.........!!! তোর বালি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।