‘অনেকগুলা দিন আমার হাত-পা বাঁধা ছিল। নিজের ইচ্ছা প্রকাশের কোনো সুযোগ ছিল না। ঈদের আগের দিন রাতে মনে হলো, কেউ এসে বাঁধনটা খুলে দিয়েছে। হাত-পায়ের বাঁধন খুলে দিলে আমার কাছে যে কোনো দিনই ঈদের দিন। বুঝতেই পারছেন, কাজের কেমন চাপ যাচ্ছে।
অনেক ঘুম জমা হয়ে গেছে। নিশ্চিন্তে টানা ঘুমানোর সুযোগ পেয়েছি, বিশ্রাম নিতে পারছি—এটাই আমার কাছে ঈদের আনন্দ। ’ বললেন মোশাররফ করিম।
আজ বৃহস্পতিবার সকালে মোশাররফ জানালেন, আগামী ৭ সেপ্টেম্বরের আগে কাজ শুরু করার ইচ্ছা নেই।
ঈদ দিন উদযাপনের ব্যাপারে বললেন, ‘সকালে ঈদের নামাজ থেকে ফিরেই বাসায় ছিলাম।
এদিকে বড়ভাই রাগ করে আছেন। আবার শ্বশুরবাড়ি যাওয়ার একটা ব্যাপার ছিল। সন্ধ্যার পর ওই দুই বাসায় গিয়েছিলাম। ’
ঈদের দিন আপনার অভিনীত কোনো নাটক দেখেছেন? মোশাররফ বললেন, ‘ঈদের ডায়েরি’ পুরোটা দেখেছি। আর ‘দেনমোহর’ ও ‘কতা দিল্যান তো’ অল্প দেখেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।