আমাদের কথা খুঁজে নিন

   

বহুত দিন পর মনে পরলো.. কার কার মনে আছে ??

কথা কম বলি

ও গো,

এই ছিল । তোমার কপালে আমার পা । আরও ফুলিয়া উঠিছে উঠান টা । জলে ডুবিয়া গিয়াছে ছোট খোকা । স্কুল এ যেতে চায়না ছাগল টা ।

বসে বসে ঘাস চিবায় তোমার বাবা । বাজারে যাইতেছে ঘরের চাল । স্থানে স্থানে ফুটা হইয়াছে গাভির পেট । দেখে মনে হয় বাচ্চা দিবে নুরীর বাপ । ঘরের কাজে সাহায্য করে কুকুরটা ।

বসে বসে ঝিমাইতেসে বড় খোকা । দাড়ি কাটিতে গিয়া গাল কাটিয়া ফেলিছে নুরীর মা । হাত পুড়িয়া ফেলিছে।

সুতরাং, অবশ্যই বাড়িতে আসবে না । আসলে কিন্তু খবর আছে ।



ইতি, তোমার

পেয়ারি বেগম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।