আমাদের কথা খুঁজে নিন

   

আবদুল হাকিমের "বঙ্গবাণী" ও "শিক্ষাসচিব".....

বাড়ির পাশে আরশীনগর.......... ঢাকা: শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী রচিত ‘সাহসী জননী বাংলা’ কবিতাটি নবম-দশম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ে স্থান পেয়েছে। চলতি ২০১৩ শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী রচিত মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ের ২৫১ নাম্বার পৃষ্ঠায় কবিতাটি সংযোজন করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ছাপানো বইটি বাংলাদেশের সব মাধ্যমিক স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, গত বছরের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত হয়, শিক্ষা সচিবের একটি কবিতা নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্য করা হবে। উল্লেখ্য, কামাল চৌধুরী ২০১০ সালের শেষ দিকে তথ্য মন্ত্রণালয় থেকে বদলি হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিযুক্ত হন।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী রচিত বইটির ২৫১ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে কবি পরিচিতি। কবি পরিচিতিতে কামাল চৌধুরীর জন্মস্থান, বাবা-মা, শিক্ষাজীবন এবং কর্মজীবন নিয়ে আলোচনা করা হয়েছে। পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালউদ্দিন বইটির প্রসঙ্গ-কথা লিখেছেন। পুরোনো শিক্ষাক্রমের বাংলা বই থেকে অনেক প্রতিষ্ঠিত কবির কবিতা বাদ দিয়ে নতুন কয়েকজন কবির কবিতা সংযোজন করা হয়েছে। আবদুল হাকিমের ‘বঙ্গবাণী’ ও আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতা দুটি বাদ দেওয়া হয়েছে।

এখানে দেখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.