আমাদের কথা খুঁজে নিন

   

মনের যত দৈন্যতা মুছে দিয়ে ঈদের আনন্দ হোক সব মানুষের জন্য সমান

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। নাড়ির টানে বাড়ির পথে দুর্ভোগ যত যাত্রাপথে সবশেষে স্বজনের কাছে কষ্টের গ্লানি মুছে গেছে। ঈদ এসেছে আনন্দ নিয়ে মহামিলনের বারতা নিয়ে ছোট-বড় ধনী-গরীবের ব্যবধান ভুলে সব মানুষ আজ এক হয়েছে ত্যাগের পতাকাতলে। এই হলো আমাদের ঈদ। মুসলিম স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি।

খোদা-তায়ালার সন্তুষ্টি লাভের জন্য এক মাসের সিয়াম সাধনার পর ঈদ এসেছে মিলনের ও আনন্দের বারতা নিয়ে। ঈদ মানেই স্বজন-প্রিয়জনের সাথে মিলনের আনন্দ। ঈদ মানেই ছোট-বড়, ধনী-গরীবের ব্যবধান ভুলে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা স্থাপনের দিন। তাই তো যাত্রা পত্রের সমস্ত অনিশ্চিত ভোগান্তিকে মেনে নিয়েও মানুষ ছুটে যাচ্ছে শেকড়ের কাছে। সেখানে রয়েছে তার আত্মীয়-পরিজনের নিবিড় সান্নিধ্য ও উষ্ণ অভ্যর্থনা।

ঈদের একটা দিন তাদের সান্নিধ্যে মহিমান্বিত হয়ে উঠবে, নির্মল আনন্দে ভরে উঠবে-মনে মনে এটাই সবার কামনা। ঈদকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফেরার যাত্রাটা এবার সুখকর হয়নি অনেকের। বরং হয়েছে অতিরিক্ত দুর্ভোগের। অনেকে নাড়ির টানের মায়াও ছেড়েছেন রাস্তার দুর্ভোগের কথা চিন্তা করে। সড়ক ও জনপথ বিভাগের অবহেলা ও অমনযোগীতার কারণেই এমনটা হয়েছে।

ঈদের মাহাত্ম ও তাৎপর্যের প্রতি অবহেলার দিকটাও সেই সাথে ফুটে উঠেছে। তানাহলে মানুষের দুর্ভোগের কথা ভেবে এমন খানা-খন্দে পরিণত হওয়া রাস্তাগুলো ঈদের আগেই সংস্কার করার উদ্যোগ নিতেন কর্তৃপক্ষ। ঈদের আনন্দ আমাদের সত্তার এতটা গভীরে পৌঁছেছে যে, এসব কিছুকে উপেক্ষা করে মানুষ ছুটে যাচ্ছে তাদের প্রিয়জনের কাছে ঈদের একটা দিন এক সংগে কাটাবে বলে। তাই এই মুহূর্তে আমাদের একমাত্র কামনা প্রিয়জন সান্নিধ্যে আমাদের প্রত্যেকের ঈদ হয়ে উঠুক আনন্দ মুখর। মনের সমস্ত হীনতা-দৈন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা ছোট-বড়, ধনী-দরিদ্র সবাই কাঁধে কাঁধে মিলিয়ে ঈদের আনন্দে মেতে উঠি।

একই সাথে আমরা কি পারিনা ঈদের মাহাত্ম ও তাৎপর্যকে গুরুত্ব দিয়ে নিজের মনে শুদ্ধি অভিযান চালাতে ? ঈদের আনন্দ উপভোগের সাথে সাথে আসুন আমরা সবাই মনে মনে প্রতীজ্ঞা করি যে, আর কোন সংকীর্ণতাকে মনে ঠাঁই দিব না আমরা। আমাদের মনে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতাকে স্থান দিব সবার উপরে। সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে ঈদের আনন্দ হোক সবার জন্য সমান। ঈদ সবার জন্য বয়ে আনুক অনাবিল শান্তি ও চিরস্থায়ী আনন্দ। সবাইকে ঈদ মোবারক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.