নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ বুধবার বেলা ১১টার দিকে দলটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ তিন পাতার একটি লিখিত চিঠি ইসিতে জমা দেন। পরে তিনি চিঠির বিষয়বস্তুর ব্যাপারে সাংবাদিকদের জানান।
সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি এই চিঠিতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের দাবি জানিয়েছে। এতে আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
একই সঙ্গে সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে বলা হয়েছে। কারণ বিএনপি মনে করে, সামরিক বাহিনীকে বিচারিক ক্ষমতাসহ মোতায়েন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে বিএনপি চিঠিতে তাদের আপত্তির কথা জানিয়েছে। বিএনপির অভিযোগ, ইসি যেভাবে সীমানা পুনর্নির্ধারণের খসড়া করেছে, সেটি সরকার-নির্দেশিত হয়েছে। এ ছাড়া পাঁচ লাখ ভোটারের হদিস নেই বলেও দলের পক্ষ থেকে চিঠিতে অভিযোগ জানানো হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠিটি পাওয়ার কথা নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুল মোবারক। তিনি বলেন, কোন কোন আসন নিয়ে আপত্তি, বিএনপির চিঠিতে তা স্পষ্ট করে বলা হয়নি। এ ছাড়া কোন কোন এলাকায় পাঁচ লাখ ভোটারের হদিস নেই, সে তথ্যও চিঠিতে স্পষ্ট করা হয়নি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।