বৃহস্পতিবার জেলা শহর ও মোহনগঞ্জ উপজেলায় শোক র্যালি, স্মরণসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
দুপুরে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে স্থানীয় উন্মেষ উচ্চ বিদ্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হক রিপনের সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন নেত্রকোনা পৌর সভার মেয়র প্রশান্ত কুমার রায়, অধ্যাপক তপন কুমার সাহা, কবি আল-আজাদ, প্রেস ক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান।
এদিকে সকালে মোহনগঞ্জ পৌরসভার সামনের সড়কে মানববন্ধন করে চয়নিকা পাঠাগার ও সাংস্কৃতিক সংগঠন মুক্তস্বর।
মানববন্ধন থেকে মোহনগঞ্জ পৌরসভার মূল সড়কটি হুমায়ূন আহমদের নামে করার দাবি উত্থাপস করেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন কবি রইচ মনোরম, মোহনগঞ্জ প্রেস ক্লাব সম্পাদক আবুল কাশেম, চয়নিকা পাঠাগারের সভাপতি পাপিয়া আক্তার, মুক্তস্বরের সহ-সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম খোকন।
এ ব্যাপারে মোহনগঞ্জ পৌরসভার মেয়র মাহবুবুন নবী শেখ বলেন, লেখক হুমায়ুন আহমেদের নামে সড়কের নামকরণের ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছেন।
গত বছর ১৯ জুলাই ক্যান্সারের আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রে তিনি মৃত্যুবরণ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।