আগামী ৩০ জুলাই সকাল ১০টায় মোহনগঞ্জ স্টেশনে এ আন্তঃনগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
প্রতিদিন ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে রাত ১১টা ৫০ মিনিটে ছেড়ে নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছবে।
আবার সকাল সাড়ে ৮টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে নেত্রকোনা হয়ে ২টা ৪০ মিনিটে কমলাপুর পৌঁছবে।
ট্রেনটিতে ১টি প্রথম, ২টি শোভন চেয়ার ও ৮টি শোভন শ্রেণির কোচ থাকবে।
হাওর এক্সপ্রেস জেলার মোহনগঞ্জ, বারহাট্রা ও নেত্রকোনা স্টেশনে যাত্রী উঠা-নামা করবে বলেও জানান নেত্রকোনা জেলা রেলওয়ে স্টেশন মাস্টার রাফি উদ্দিন।
রাফি উদ্দিন বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেত্রকোনায় এক জনসভায় ঢাকা-নেত্রকোনা রেলপথে একটি আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।