আমাদের কথা খুঁজে নিন

   

নেত্রকোনায় ৪ জনের ফাঁসি

নেত্রকোনায় বিএনপি কর্মী আহের উদ্দিন ওরফে তাহের উদ্দিন হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার বিচীপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে আবু তালিব (৪৮), গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), তার ভাই স্বপন মিয়া (২৮) ও মৃত গাবর আলীর ছেলে সিদ্দিক (৪৫)।  

আজ সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ এ দণ্ডাদেশ দেন।  

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ২৫ মে রাতে বিচীপাড়া জামে মসজিদে এশার নামাজ আদায়কালে বিএনপি কর্মী তাহের উদ্দিনকে পুর্ব শত্রুতার জের ধরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে আসামিরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকি‍ৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন নিহতের স্ত্রী সাহেরা বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে  মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তদন্ত শেষে ২০০১ সালের ৯ সেপ্টেম্বর পাঁজজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোপত্র দাখিল করা হয়।

সাক্ষ্য গ্রহণ শেষে আদালত চারজনকে ফাঁসির আদেশ দেন। এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি আটপাড়া উপজেলার মোগলহাট্টা গ্রামের মুক্তল হোসেনের ছেলে সাহাব উদ্দিন ওরফে শাহানুরকে (২৫) বেখসুর খালাস প্রদান করেন।  

এদিকে, মামলার রায় ঘোষণার আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় চার আসামিকে আদালতে হাজির করা হয়।

অপর আসামি সিদ্দিক পলাতক রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.