সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
মদন থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, জামালপুর থেকে কয়েকজন কৃষি শ্রমিক বোরো ধান কাটতে মদন উপজেলার রোহিলি গ্রামের শামছুদ্দিনের বাড়িতে আসে। দুপুর সোয়া ১টার দিকে বৃষ্টির মধ্যে তারা হাওরে ধান কাটছিল ।
এ সময় বজ্রপাতে জামালপুরের রসাকল গ্রামের শাহজাহান মিয়া (৫৫) ও মজিবুর মিয়া (৪৫) নিহত হন।
এ ঘটনায় আহত মন্টু মিয়াকে মদন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল কদ্দুস জানান, আহত মন্টু মিয়ার অবস্থা এখন আশংকামুক্ত।
এদিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক কৃষক নিহত হয়েছেন।
ইয়াকুব আলী উপজেলার পূর্ব পাঁচগাঁও গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
নালিতাবাড়ি থানার ওসি গোলাম হায়দার জানান, সকালে ইয়াকুব আলী সঙ্গীদের সঙ্গে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।