নেত্রকোনা সদর উপজেলার বাহির চাপড়া নামক স্থানে শুক্রবার গভীর রাতে রেল লাইনের কয়েকটি ফিস প্লেট ও ডগ চেইন খুলে রেল যোগাযোগ বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ক্রসিংয়ে দায়িত্বরত রেল কর্মচারি তাজুল ইসলাম ও পাহারাদার ঘটণাস্থলে গেলে উল্টো তাঁদের ধাওয়া করে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। ফলে রাত থেকে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এ ঘটণায় ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ময়মনসিংহ পর্যন্ত এসে আটকা পড়ে। ময়মনসিংহ থেকে লোকাল কোন ট্রেনও ছেড়ে আসেনি।
এ ব্যাপারে ষ্টেশন মাস্টার রাফি উদ্দিন শনিবার সকালে জানান, খবর দেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে সাটেল ইমাজেন্সি ট্রেন এসে লাইন মেরামত করে দিলেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।