বুধবার রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় এই মামলা হয় বলে থানার ওসি আবির মো. হোসেন জানিয়েছেন।
বিমান বাহিনীর সাবেক প্রধান আলতাফ পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি। তার বিরুদ্ধে মামলাটি করেছেন মির্জাপুরের মাধবখাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কিরণ সরকার।
১২ বছর আগের ঘটনায় এই মামলায় ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান টোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিথ্যা অভিযোগে এই মামলা করা হয়েছে। ”
কিরণের মামলায় সদর-মির্জাগঞ্জের সাবেক সংসদ সদস্য আলতাফ চৌধুরীসহ ২১ জনকে আসামি করা হয়েছে।
সাবেক মন্ত্রীকে প্রধান আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আবির হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতা নেয়ার পর মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা, কর্মী ও সমর্থকদের মারধর, বাড়ি ভাংচুর, ও লুটপাট হয়।
তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফের নির্দেশে আসামিরা হামলা-ভাংচুরে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিয়েছে বলে ছাত্রলীগ নেতা কিরণের অভিযোগ।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার পর বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও বিরোধী নেতা-কর্মীদের ওপর সংঘবদ্ধ হামলা হয়।
ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তে জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সম্পৃক্ততা উঠে এসেছে, যার মধ্যে আলতাফ চৌধুরীও রয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।