আমাদের কথা খুঁজে নিন

   

বীরগঞ্জে নদীতে ডুবে জবি শিক্ষার্থীর মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জের ঢেপা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র শাওন কুমার সাহা (২১)। তিনি বীরগঞ্জ শহরের নিতাই সাহার ছেলে।
এ সময় তার আত্মীয় শহরের রবি সাহার মেয়ে বীরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমি সাহাও (১৪) মারা যান।
বীরগঞ্জ থানার ওসি আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই পরিবারের ৯ জন দুপুর ১টায় শহরের স্লুইস গেট এলাকায় গোসল করতে নামে। এ সময় শাওন ও সুমি নিখোঁজ হয়।
পরে দুপুর পৌনে ৩টায় শাওনকে এবং দুপুর ৩টায় সুমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.