আন্তর্জাতিক শিশু অধিকার দিবস উপলক্ষ্যে বীরগঞ্জে দৃষ্টি নন্দন সাইকেল র্যালী অনুষ্ঠিত। আজ বিকালে ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এডিপির উদ্যোগে এ সাইকেল র্যালী।
নিশ্চিত হোক শিশুর অধিকার, কাঠুক সকল অন্ধকার এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে শিশু ফোরামের ২শত জন শিক্ষার্থীর অংশ গ্রহণে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়।
৪০ জন করে ৫ টি গ্রুপে বিভক্ত হয়ে সাইকেল র্যালীটি পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহনপুর ইউনিয়ন সহ পৌর শহরের ২০ পাড়া-মহল্লায় গিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রমসহ বন্ধ, শিশুদের জন্য ক্ষতিকর সকল বিষয়ে সচেতন করার লক্ষ্যে দিনব্যাপী জনমত গঠন করেন।
র্যালীর উদ্বোধন করে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ সিনিয়র এডিপি ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড, বীরগঞ্জ এডিপি শিশু কল্যাণ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার বার্নাড কুজুর, প্রজেক্ট অফিসার স্মিফান রিনো নাথ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।