বীরগঞ্জে ঢেপা নদীতে সেতুর অভাবে শতশত মানুষের যাতায়াত ও উৎপাদিত পণ্য নিয়ে বিপাকে কৃষকেরা। বিভিন্ন নির্বাচন এলে সেতু নির্মাণের আশ্বাস দিলেও সেই সেতু আর নির্মাণ হয়নি।
ঢেপা নদীতে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামে সেতু না থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। অপরদিকে, নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামে সেতুর অভাবে ইউনিয়নটি দুই ভাগে বিভক্ত হয়েছে। পশ্চিম পাড়ের জনসাধারণ ইউনিয়ন পরিষদে যায় প্রায় ২০ কিলোমিটার রাস্তা ঘুরে এবং পূর্ব পাড়ের জনসাধারণ উপজেলা শহরে যায় ২০-২০ কিলোমিটার রাস্তা ঘুরে।
এলাকার কৃষকের উৎপাদিত কৃষি পণ্য নিয়ে ও স্কুল-কলেজগামী শিক্ষক-শিক্ষার্থীদের যাতয়াতে করতে হয় দুর্ভোগের মাধ্যমে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম, বাড়ছে ঝরে পড়ার হার।
এলকার মানুষের যোগাযোগের জন্য প্রতি বছর বর্ষাকালে কলাগাছের ভেলা তৈরি করে পারাপারের ব্যাবস্থা করে। এছাড়াও বর্ষা এলে পাশের ত্রিপুরা পাড়ার লোকেরা থাকে নদী ভাঙ্গনের আতঙ্কে। তবে শুস্ক মেৌসুমে এলাকাবাসী নিজস্ব উদ্যোগে চাঁদা তুলে বাঁশের সাকো তৈরি করে শুধু মানুষ যাতয়াত করতে পারলেও কোন মালামাল পাড়াপাড় করা হয়ে পড়ে অসম্ভব।
এ ব্যাপারে সমাজসেবক আনিছুর রহমান আনিছ, ত্রিপুরা পাড়ার আব্দুল মজিদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান বহু আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি।
অপরদিকে, ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক সরকার জানায়, মানুষের দীর্ঘদিনের ভোগান্তির দিকে বিবেচনা করে সেতুটি নির্মাণের জন্য প্রধান প্রকেৌশলীসহ বিভিন্ন জায়গায় আবেদন করেও বাজেট পাওয়া যায়নি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।