বীরগঞ্জে বিদ্যুতের লোড শেডিংয়ের প্রতিবাদে আজ স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা উপজেলা পরিষদ ঘেরাও এবং দিনাজপুর-রংপুর মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে।
তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায় বলে বীরগঞ্জ থানার ওসি আরমান জানান।
বেলা ১২টার দিকে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকরা উপজেলা পরিষদ ঘেরাও করে বিদ্যুতের ঘন ঘন লোড শেডিংয়ের প্রতিবাদ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় পল্লী বিদ্যুত্ বীরগঞ্জ জোনাল অফিসের এজিএম (কম) আইয়ুব আলী, এরিয়া পরিচালক সাংবাদিক আইবুল ইসলাম মিন্টু ও মোঃ আব্দুল হাই শিক্ষার্থীদের শান্ত করার চষ্টো করেন।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা এক পর্যায়ে পুরাতন শহীদ মিনারের সামনে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। সংবাদ পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ এসে ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।