আমাদের কথা খুঁজে নিন

   

বীরগঞ্জে গাছ চুরির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার



বীরগঞ্জে গাছ চুরির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার ডিজিটাল দিনাজপুর॥ দিনাজপুরের বীরগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক সরকারী রাস্তার গাছ কেটে বিক্রি করার অভিযোগে চেয়ারম্যান সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের। পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান প্রধান জানান, বীরগঞ্জ উপজেলার ২নং পলাশ বাড়ী ইউনিয়নে ৩ অংশীদারীর ভিত্তিতে সরকারী রাস্তার দুই পার্শ্বে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। বিধি মোতাবেক গাছগুলি ৩ অংশে ভাগ হওয়ার কথা থাকলেও উক্ত ইউপি চেয়ারম্যান দুই অংশীদারদের বাদ দিয়ে লুকিয়ে ৩০ টি ইউক্লিপটাস গাছ কেটে বিক্রি করে দেয়। বিষয়টি ইউপি সদস্যরা জানতে পারলে সকল সদস্যের পক্ষে ইউপি সদস্য মোঃ আজিজার রহমান বাদী হয়ে গত ৪নভেম্বর বীরগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন আহম্মেদ (৭০) কে পুলিশ গতকাল শুক্রবার বিকালে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। সূত্র : দিনাজপুরনিউজ.কম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.