হাম্বা,প্রকৃত নাম নিকোলাস কাও আমার পোষা গরু।বয়স ৪২১ দিন,গায়ের রঙ তামাটে,দেখতে মাশাল্লাহ,অনেক স্মার্ট আজ দুপুরের ঘটনা।শপিং শেষে বাড়ি ফিরছিলাম।পতিমধ্যে হাম্বার সাথে দেখা।সে বলল,ওস্তাদ আমার জন্য কি আনলেন ?? আমি হঠাৎ ভড়কে চুপ করে রইলাম।চুপ দেখে সে বলল,তাহলে আমি কি ঈদ করবোনা ?? তার মন খারাপ দেখে হেসে বললাম,আরে বোকা এখনো মেলা সময় আছে তা তোর কি কি লাগবে শুনি ?? হাম্বার চাহিদা ও যৌক্তিক কারণ সমূহ- ১)লোম স্পাইক করাবে (এক স্টাইল নাকি আর ভাল্লাগেনা) ২)সানগ্লাস লাগবে (রোদে ঘাস খেতে কষ্ট হয়) ৩)লেজে পাখা লাগাবে (গরমে খুব কষ্ট পায়) ৪)নাকে রিং লাগাবে (নাক'টা আকর্ষণীয় না তাই) ৫)পায়ে চাকা লাগাবে(এতো আস্তে হাটতে বিরক্ত লাগে) ! ৬)ব্রাশ ও পেস্ট(দাত পরিষ্কার করবে) ৭)একটা সিম ও সেট (বান্ধবীর সাথে কথা বলবে ও ফেসবুক চালাবে) ৮)বিছানা(ঘুমাবে) এবং ৯)শিং তীক্ষ্ণ করবে (ভোতা শিং এ পাত্তা পায় না) ১০)টেলিভিশন(হিন্দি সিরিয়াল দেখবে) হাম্বার চাহিদা শুনে আমিতো রীতিমতো অবাক সে এতো ডিজিটাল হল কবে ?? একটুও টের পেলাম না কখনো! যখন এত্তকিছু বলে মাথাই হাত দিলাম,সে হুমকির সুরে বলে উঠল আমার চাহিদা পূরণ না করলে কিন্তু ভালো হবেনা আমি ঘরের প্রবেশ পথে ইয়ে করে দিবো রাত-দিন চিৎকার করব শুনে চুপ করে ছিলামচুপ করে থাকা ছাড়া আর উপাই নেই।আমার পোষা হাম্বা বলে কথা।তা একটা কথাই মনে আসছিলো তখন, হাম্বা এখন আর মহেশ এর মতো অবলা নেই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।